মির্জা আব্বাসের মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাতে নির্দেশ

মির্জা আব্বাসের মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাতে নির্দেশ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাতে প্রধান নির্বাচন কমিশনার-সিইসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে হাইকোর্ট আব্বাসের মনোয়নপত্র পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তা যাচাই-বাছাইয়ের নির্দেশ দিয়েছেন।

মির্জা আব্বাসের মনোনয়নপত্র সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে এই নির্দেশে দিয়েছেন বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ। মির্জা আব্বাসের আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন জানান, গত ২৮ নভেম্বর মির্জা আব্বাসের মনোনয়নপত্র জমা দিতে গেলে বিভিন্নভাবে সময়ক্ষেপণ করা হয়।

এক পর্যায়ে বিকেল ৫টা ১০ মিনিটের দিকে সময় অতিবাহিত হয়েছে বলে তার মনোনয়নপত্র জমা নেননি রিটার্নিং অফিসার। পরবর্তীতে ১ ডিসেম্বর সিইসির কাছে মনোনয়নপত্র জমা দেয়া হলেও ২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের জন্য রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়নি। এ কারণেই তারা হাইকোর্টে রিট করেন।