মানহানির দুই মামলায় খালেদা জিয়ার জামিন আপিল বিভাগেও বহাল

মানহানির দুই মামলায় খালেদা জিয়ার জামিন আপিল বিভাগেও বহাল

শেয়ার করুন

khaleda20180201183517নিজস্ব প্রতিবেদক :

স্বাধীনতা যুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্যের অভিযোগে ঢাকা ও নড়াইলের দুই মানহানি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন আপিল বিভাগেও বহাল রয়েছে।

জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ যে আবেদন করেছিল, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে তিন সদস্যের আপিল বেঞ্চ সোমবার তা খারিজ করে দিয়েছেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। খালেদা জিয়ার পক্ষে ছিলেন এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন।

নড়াইলের আদালতে করা মানহানির মামলায় খালেদা জিয়াকে গত ১৩ অগাস্ট ছয় মাসের জামিন দেয় হাইকোর্ট। আর ঢাকার মামলায় খালেদা জিয়া ছয় মাসের জামিন পান গত ১৪ আগস্ট। চেম্বার আদালতে করা রাষ্ট্রপক্ষের আবেদন দুটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়েছিলো।