মানহানির দুই মামলায় খালেদা জিয়াকে গ্রেপ্তারে পদক্ষেপ নিতে নির্দেশ

মানহানির দুই মামলায় খালেদা জিয়াকে গ্রেপ্তারে পদক্ষেপ নিতে নির্দেশ

শেয়ার করুন

খালেদানিজস্ব প্রতিবেদক :

ভুয়া জন্মদিন পালন ও মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে অবমাননার দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত। এ নিয়ে পরবর্তী শুনানি আগামী ৫ জুলাই।

বৃহস্পতিবার দুপুরে, বকশিবাজারের আলিয়া মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে ভুয়া জন্মদিন পালন মামলায় ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম এবং মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করার মামলায় ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব এ আদেশ দেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত খালেদা জিয়ার গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের নির্দেশ দেন এবং জামিনের আবেদন নথিভুক্ত করেন।

এদিন খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার আদালতকে বলেন, খালেদা জিয়া ৪ মাস ধরে কারাগারে আটক। পুলিশ তার গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে পারেনি  এটি তাদের ব্যর্থতা। সব কিছু বিবেচনায় খালেদা জিয়ার জামিন চান তারা।

অন্যদিকে, ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু জানান: গ্রেপ্তারি পরোয়ানাটি এখনও কার্যকর করা হয়নি। আগে পরোয়ানা কার্যকর করা হলে তারপর জামিন শুনানি।