মহাজোটের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে জাতীয় পার্টি

মহাজোটের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে জাতীয় পার্টি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

সরকারি না বিরোধীদলে জাতীয় পাটি, সে সিদ্ধান্ত হবে বৃহস্পতিবার। বুধবার জাতীয় পার্টির কো চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, জাতীয় পার্টি যা করবে তা মহাজোটের স্বার্থেই।

নির্বাচনের আগে দরকষাকষিতে জাতীয় পার্টিতে যে টানাপোড়েন ছিল তার অনেকটাই উঠে এসেছিল পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গার কথায়।

তবে সিঙ্গাপুর থেকে ফিরে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ জানালেন, মহাজোটের বাইরে কোন প্রার্থীই নেই তার দলের।
অবশ্য পরে নিজের কথাই এক বিবৃতি দিয়ে প্রত্যাহার করেন তিনি।

নির্বাচনের পর নতুন প্রশ্ন, সরকারের সঙ্গেই নাকি বিরোধী দলে জাতীয় পার্টি? আর বিরোধীদলে গেলেও তার প্রধান কে?

বুধবার ৩ ঘন্টা বৈঠক করেও সে সিদ্ধান্তে আসতে পারেনি দল। বৈঠক শেষে নেতরা বললেন, মহাজোটের স্বার্থই এখন জাতীয় পার্টির প্রধান লক্ষ্য।

এমনকি নির্বাচন নিয়েও দলের প্রতিক্রিয়া নির্ভর করছে মহাজোটের উপরই।