মহাজোটের আসন বন্টন চূড়ান্ত

মহাজোটের আসন বন্টন চূড়ান্ত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের আসন বন্টন চূড়ান্ত। তবে এখনই তা প্রকাশ করতে চায় না দলটি। ৬০-৭০টি আসন ছাড়ের কথা বললেও শেষমেষ এ সংখ্যা থাকছে ৫০ এর মধ্যে। আরো জানাচ্ছেন মহসিন কবির।

দীর্ঘদিন পর একটি অংশগ্রহণমূলক নির্বাচনের উত্তাপ দেশজুড়ে। দুই বড় দল জোটবদ্ধ হয়ে নেমেছে নির্বাচনের লড়াইয়ে। সরকারে থাকায় অনেকটা সুবিধাজনক অবস্থানে আওয়ামী লীগ। ভোটের লড়াইয়ে কারা তাদের দলীয় বা জোটের প্রার্থী হচ্ছেন তা এখনো পুরোপুরি খোলাসা করেনি দলটি।

আনুষ্ঠানিকভাবে জোটের প্রার্থীদের নাম ঘোষণা না করলেও বিষয়টা অনেকটা-ই ওপেন সিক্রেট। আওয়ামী লীগ সূত্র বলছে, এবার ১৪ দলীয় জোটের শরীকদের সর্বোচ্চ ১২টি আসন ছাড় দিবে আওয়ামী লীগ।
এর মধ্যে জাসদ দুই অংশকে ৫টি ওয়ার্কার্স পার্টিকে ৪টি তরিকত ফেডারেশনকে ২টি এবং জাতীয় পার্টি- জেপিকে ১টি।

মহাজোটে নতুন যুক্ত হওয়া যুক্তফ্রন্টকে দেয়া হতে পারে ৩টি আসন।

আওয়ামী লীগ বরাবরই ৬০-৭০টি আসন ছাড়ের কথা বললেও শেষমেষ এ সংখ্যা থাকছে ৫০ এর মধ্যে। মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ের পর আওয়ামী লীগের প্রার্থী আছে ২৬১টি আসনে। জাতীয় পার্টি আছে ১৯৫টিতে। কিছু প্রার্থীকে সরিয়ে সেখানে জোটের শরীকদের সুযোগ দিবে দলটি। জাতীয় পার্টি ৫০ এর উপরে আসন চাইলেও তাদের দেয়া হচ্ছে ৩৫টি।

আওয়ামী লীগ নেতারা বলছেন, জোটভুক্ত দলের সঙ্গে আসন নিয়ে মৌখিক সিদ্ধান্তে পৌছেছেন তারা। যেখানে আসন সংখ্যার চেয়ে প্রার্থী জিতে আসার যোগ্যতাকেই গুরুত্ব দেয়া হয়েছে।

মহাজোটের প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী না হতে দলীয় নেতাদের সতর্ক করেছে আওয়ামী লীগ। এর বাইরে গেলে আজীবন বহিষ্কারের কঠোর সিদ্ধান্তর কথাও জানিয়ে দেয়া হয়েছে।