মন্ত্রী হলে কি এমন কথা বলতেন মেনন: কাদের

মন্ত্রী হলে কি এমন কথা বলতেন মেনন: কাদের

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

মন্ত্রিসভায় ঠাঁই পেলে কি রাশেদ খান মেনন একাদশ সংসদ নির্বাচনের সমালোচনা করে বক্তব্য দিতেন ? এমন প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে মেননের বক্তব্যের জন্য তাকে সাধুবাদ দিয়েছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

১৪দলীয় জোটের শরীক হয়ে নৌকা প্রতীকে ঢাকা-৮ আসন থেকে টানা তৃতীয়বারের এমপি রাশেদ খান মেনন। মাঝে মন্ত্রিসভায়ও পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

হঠাৎ করেই একাদশ সংসদ নির্বাচন নিয়ে সমালোচনামুখর এই সংসদেরই এমপি মেনন। শনিবার বরিশালে এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, ওই নির্বাচনে জনগন ভোট দিতে পারেনি।

তবে এতদিন পর এ সময়ে এসে রাশেদ খান মেননের এমন উপলব্ধি নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার সচিবালয়ে ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, ১৪দলীয় জোটেও নিজের বক্তব্যের জন্য নিশ্চয়ই প্রশ্নের সম্মুখীন হবেন মেনন।

এদিকে মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে ড. কামাল হোসেন বলেছেন, দেরিতে হলেও সত্য বলেছেন মেনন।