মঙ্গলবার রাতে নেতাদের নিয়ে খালেদার মিটিং

মঙ্গলবার রাতে নেতাদের নিয়ে খালেদার মিটিং

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ প্রসঙ্গে আলোচনা করতে রাতে সিনিয়র নেতাদের নিয়ে বসছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

সংলাপে বিএনপির পক্ষে ১০ সদস্যের প্রতিনিধি দলে কারা থাকবেন, রাষ্ট্রপতির কাছে কমিশনার হিসেবে কাদের নাম দেওয়া যায়- সেসব সিদ্ধান্ত নিতে তিনি এ বৈঠক ডেকেছেন বলে জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন বিএনপি মহাসচিব। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপে মির্জা ফখরুল রাষ্ট্রপতির এ উদ্যোগকে ইতিবাচক মন্তব্য করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, এখন সরকারের উচিৱ হবে অতীত চারিতা না করে সহযোগিতা করা। বিএনপি মহাসচিব বলেন, আমরা বিশ্বাস করি, রাষ্ট্রপতি উদ্যাগ নিলে সত্যিকার অর্থে নিরপেক্ষ, যোগ্য ও সাহসী কমিশন গঠন সম্ভব।

তিনি আরও বলেন, বিএনপি বরাবরই আশাবাদী, তাই এবারও কোন আশঙ্কা নয়, আশায় আছি। রাষ্ট্রপতি যেহেতু প্রধানমন্ত্রীর পরামর্শে সিদ্ধান্ত নেবেন, তাই এখানে সরকার এবং রাষ্ট্রপতি-উভয়কেই আন্তরিক হতে হবে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, কোন কমিশনই সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে না, যদি নির্বাচনকালে নিরপেক্ষ ও সহায়ক সরকার না থাকে।