ভোট সুষ্ঠ হলেও গণনায় ত্রুটির অভিযোগ শাখাওয়াতের

ভোট সুষ্ঠ হলেও গণনায় ত্রুটির অভিযোগ শাখাওয়াতের

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

ভোট গ্রহণ নিয়ে বড় কোন অভিযোগ না করলেও গননায় ত্রুটির অভিযোগ করেছেন নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে পরাজিত ২০ দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন। তবে ভোট নিয়ে বড় দৃশ্যমান কোন ত্রুটি দেখছেন না তারই দলের নেতারা। তবে আর কর্মীরা দুষছেন দলের অনৈক্যকে।

নির্বাচনের দিন সন্ধ্যায়ও জয়ের ব্যাপারে আশাবাদী ধানের শিষের সমর্থকরা শ্লোগান দিচ্ছিলেন। তবে শেষ পর্যন্ত তাদের সেই উচ্ছাস আর থাকে নি। সকালে আদর্শ স্কুলে ভোট দিয়ে সাখাওয়াতও বলেছিলেন, অঘটন ছাড়াই ভোটগ্রহণ শেষ হবে।

তবে শেষ পর্যন্ত হতাশই হতে হয়েছে তাকে। ভোটের ফলাফল যখন ঘোষিত হচ্ছিল তখন শহরের পুরান কোর্ট এলাকায় শায়েস্তা খান রোডে বিএনপির নির্বাচনী মিডিয়া সেলে বিমর্ষ সাখাওয়াত। রাত ১০টার দিকে সাংবাদিকদের তিনি জানান, ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণায় অসামঞ্জস্য রয়েছে।

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও অভিযোগ করেন তিনি। নিজের এই বক্তব্যকে অবশ্য তাৎক্ষণিক প্রতিক্রিয়াও বলেছেন তিনি নিজেই।

নির্বাচন নিয়ে দৃশ্যমান কোন অভিযোগ নেই জেলা বিএনপির সভাপতি ও গতবারের পরাজিত প্রার্থী তৈমুর আলম খন্দকারের।

তাহলে বিএনপির প্রার্থীর এমন ভরাডুবি কেন এর উত্তর মিলল কর্মীদের কাছেই। তারা বলেন শাখাওয়াত অরাজনৈতিক ব্যক্তি। তিনি দল করতেন না। দলের কোন পদ ছিল না। তাই দলের মধ্যে ঐক্য ছিল না। সব স্থানীয় নেতারা নামেননি। দলের অনৈক্যই হারের কারণ।