‘ভোট কারচুপি করতে পারবে না বলেই বিএনপি ইভিএম বাতিল চায়’

‘ভোট কারচুপি করতে পারবে না বলেই বিএনপি ইভিএম বাতিল চায়’

শেয়ার করুন

hanifকুষ্টিয়া প্রতিনিধি :

ইভিএম পদ্ধতিতে নির্বাচন চায় না বিএনপি এমন অভিযোগের প্রেক্ষিতে আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক  মাহববু-উল-আলম হানিফ বলেছেন, বিএনপি ভোট কারচুপি ও জালিয়াতিতে বিশ্বস করে বলেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) পদ্ধতিতে নির্বাচন চায় না।

হানিফ আরো বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থেই খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ। বিএনপি গুলশান কার্যালয় থেকে জ¦ালাও পোড়ার ডাক দিয়ে মানুষ  হত্যা করেছে। তাই বিএনপি জোরগলায় কোন কিছু বলার অধিকার রাখে না।

মঙ্গলবার বেলা ১১টায় কুষ্টিয়ার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি সদর উদ্দিন খান, সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারন সম্পাদক আজগর আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।