ভোটের পরিবেশ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ দুই প্রার্থীর

ভোটের পরিবেশ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ দুই প্রার্থীর

শেয়ার করুন

32580665_1721844101239486_8786080920865079296_n

নিজস্ব প্রতিবেদক :

ভোট গ্রহণের পরিবেশ নিয়ে, পাল্টাপাল্টি অভিযোগে সরব বড় দলের দুই মেয়র প্রার্থী। বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর অভিযোগ, কেন্দ্র থেকে তার দলের এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। তবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি এমন অভিযোগ করছেন বলে দাবি আওয়ামীলগ প্রার্থী।

তালুকদার খালেক সোয়া ৮টার দিকে নগরীর পাইওনিয়ার বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। আর সকাল ৯টার কিছু আগে রহিমা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বিএনপি প্রার্থী মঞ্জু। নিজের ভোট দিয়ে ভোট কেন্দ্রের পরিস্থিতি যাচাই দুই প্রার্থী চষে বেড়াচ্ছেন এই দুই প্রার্থী।

বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, প্রায় ৪০ টি কেন্দ্র থেকে তাদের এজেন্টকে বের করে দেয়া হয়েছে। ভোট কেন্দ্রে আসতে পথে পথে বাধা দেয়া হচ্ছে। তাদের নির্বাচনি বুথ ভেঙ্গে দেয়া হয়েছে।

কিন্তু আওয়ামী লীগের প্রার্থী বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি মিথ্যা অভিযোগ করছে।