বৃহস্পতিবার আ.লীগের সঙ্গে ঐক্যফ্রন্টের বৈঠক

বৃহস্পতিবার আ.লীগের সঙ্গে ঐক্যফ্রন্টের বৈঠক

শেয়ার করুন

ঐক্যফ্রন্টনিজস্ব প্রতিবেদক :

১ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় ঐক্যফ্রন্টকে গণভবনে সংলাপের আমন্ত্রণ জানিয়েছে আওয়ামী লীগ। সংলাপে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নেতৃত্ব দেবেন।

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ সংক্রান্ত চিঠি নিয়ে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের বাসায় যান আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ। সকাল ৮টায়  তিনি সরাসরি ড. কামালকে সংলাপের চিঠি পৌঁছে দেন।

এর আগে গত রোববার  জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে অর্থবহ সংলাপের জন্য আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বরাবর চিঠি দেন ড. কামাল হোসেন। সেই চিঠির পরিপ্রেক্ষিতেই আলোচনায় বসার সিদ্ধান্ত হয়।

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার সাহায্য চাইলে ঐক্যফ্রন্ট প্রস্তুত বলে জানিয়েছেন  গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু। তিনি বলেন, নির্বাচনের আগে ঐক্যফ্রন্টের ৭ দফা দাবিসহ চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংলাপে ঐক্যফন্টের ১৫ জন সদস্য অংশ নেবেন।