বি চৌধুরীকে সঙ্গে পাওয়ার আশা ছাড়ছে না জাতীয় ঐক্যফ্রন্ট

বি চৌধুরীকে সঙ্গে পাওয়ার আশা ছাড়ছে না জাতীয় ঐক্যফ্রন্ট

শেয়ার করুন

b-chowshuriনিজস্ব প্রতিবেদক :

বি চৌধুরীকে সঙ্গে পাওয়ার আশা ছাড়ছে না জাতীয় ঐক্যফ্রন্ট। তবে, কেউ যেতে চাইলে তাকে জোর করে আটকে রাখা যাবে না বলেও মন্তব্য করেছেন ঐক্যফ্রন্টের নেতারা।

শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট নামে নতুন রাজনৈতিক জোটের ঘোষণা আসে।

এই জোটে রয়েছে বিএনপি, জাতীয় ঐক্য প্রক্রিয়া, যুক্তফ্রন্টের সঙ্গে থাকা নাগরিক ঐক্য, জেএসডিসহ কয়েকটি রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধি। তবে, জাতীয় ঐক্যফ্রন্টের ঘোষণাপর্বে উপস্থিত ছিলেন না যুক্তফ্রন্টের উদ্যোক্তা বি চৌধুরীসহ বিকল্পধারার কেউ।
আ. স.ম. রব বলেন,  নাম ঘোষণার ৪৫ মিনিট আগেও আমার সঙ্গে ফোনে কথা হয়েছে। তিনি ৩০ মিনিট সময় চেয়েছেন। তারপর আলাদা সংবাদ সম্মেলন ডাকলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, এক টুকরা আলাদা হয়ে গেছে। আনফরচুনেট। চেয়েছি কাঠামোগত ঐক্য রুপ দিতে যা জনগণের চাওয়া। আমি ব্যক্তিগতভাবে তাদের সাথে কথা বলব।

অবশ্য, জাতীয় ঐক্যফ্রন্ট ঘোষণার আগেই ২টি শর্ত দিয়েছিল বি চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারা। সে বিষয়ে ব্যাখ্যাও তুলে ধরেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

মান্না বলেন, আমরা বিএনপির সঙ্গে জোট করেছি, জামায়াত নয়। আর ভারসাম্যের বিষয়টি আলোচনা করা যেতে পারে।

রব বলেন,  তারা বলেছে ঐক্য প্রক্রিয়ায় থাকতে চায়।  আমরা জোর করে কাউকে টানবো না। আবার কাউকে জোর করে রাখতেও পারবো না। তবে, আশাবাদি সবাই আসবে। )