‘বিএনপি একইসঙ্গে নির্বাচন এবং আন্দোলনের প্রস্তুতি রেখেছে’

‘বিএনপি একইসঙ্গে নির্বাচন এবং আন্দোলনের প্রস্তুতি রেখেছে’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

বিএনপি একইসঙ্গে নির্বাচন এবং আন্দোলনের প্রস্তুতি রেখেছে বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিএনপি প্রধান খালেদা জিয়াকে বাইরে রেখে নির্বাচনের চেষ্টা হলে খেসারত দিতে হবে বলে সতর্ক করেছেন স্থায়ী কমিটির অপর সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার দুপুরে, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক অনুষ্ঠানে আমীর খসরু বলেন, মিয়ানমারের সঙ্গে চুক্তিতে দেশের আত্মা বিক্রি করছে ক্ষমতাসীনরা। প্রতিবেশীর ইচ্ছাপূরণেই এ চুক্তি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আগাম নির্বাচনের কথা বলে ক্ষমতাসীনরা প্রতারণা করছে। একই অনুষ্ঠানে মির্জা আব্বাস বলেন, বিএনপি রাজনীতিতে না থাকলে আওয়ামী লীগও থাকবে না। তিনি বলেন, খালেদা জিয়া ও তারেক রহমান ক্ষমতাসীনদের আক্রোশের শিকার।