বিএনপির মনোনয়ন পেলেন যাঁরা

বিএনপির মনোনয়ন পেলেন যাঁরা

শেয়ার করুন

46847862_1613001698801565_8354802595881025536_nনিজস্ব প্রতিবেদক :

বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে সোমবার বিকেল চারটা থেকে প্রার্থীদের দলীয় মনোনয়নের চিঠি দেওয়া শুরু হয়েছে।

ফেনী ১, বগুড়া ৬ ও ৭ আসনে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নের চিঠি হস্তান্তরের মধ্যে দিয়ে ধানের শীষের প্রার্থীদের প্রত্যয়নপত্র দেওয়া শুরু করেছে বিএনপি।

বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নের প্রত্যয়নপত্রে স্বাক্ষর করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি সেই চিঠি দলীয় প্রধানের প্রতিনিধির হাতে তুলে দিলেন অশ্রুভেজা চোখে।

বগুড়া দুটি আসনে খালেদা জিয়ার পক্ষে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু মহাসচিবের কাছে থেকে প্রত্যয়নপত্র গ্রহণ করেন।

কুড়িগ্রাম

কুড়িগ্রাম – ১ : আবুল হাসনাত কায়কোবাদ, কুড়িগ্রাম- ২: আবু বকর সিদ্দিক, কুড়িগ্রাম-৩: তাজভীরুল ইসলাম/আবদুল খালেক, কুড়িগ্রাম- ৪: আজিজুর রহমান/ মোখলেছুর রহমান।

চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ-১ : মো. শাহজাহান মিয়া/বেলাল বাকী, চাঁপাইনবাবগঞ্জ – ২ : আনোয়ারুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ : আবদুল ওয়াহেদ/হারুনুর রশীদ।

নওগাঁ

নওগাঁও – ১ : সালেক চৌধুরী, মোস্তাফিজুর রহমান/মাসুদ রানা, নওগাঁ- ২ : শামসুজ্জামান খান/খাজা নজিবুল্লাহ চৌধুরী, নওগাঁও – ৩ : রবিউল আলম বুলেট/পারভেজ আরেফীন সিদ্দিকী জনি, নওগাঁ-৪ : শামসুল আলম প্রামানিক/একরামুল বারী টিটো, নওগাঁ-৫ : জাহিদুল ইসলাম/নজমুল হক সনি, নওগাঁ-৬ : আলমগীর কবির/শেখ রেজাউল ইসলাম।

রাজশাহী

রাজশাহী- ১ : আমিনুল হক, রাজশাহী-২ : মিজানুর রহমান মিনু/সাঈদ হাসান, রাজশাহী-৩ : মতিউর রহমান মন্টু/শফিকুল হক মিলন, রাজশাহী-৪ : আবু হেনা/মো. আবদুল গফুর, রাজশাহী-৫ : নাদিম মোস্তফা/নজরুল মন্ডল, রাজশাহী-৬ : আবু সাঈদ চাঁন/নুরুজ্জামান খান মানিক।