বিএনপির নির্বাচনি প্রস্তুতি

বিএনপির নির্বাচনি প্রস্তুতি

শেয়ার করুন

1280px-বাংলাদেশ_জাতীয়তাবাদী_দলের_পতাকা.svgনিজস্ব প্রতিবেদক :

বেগম খালেদা জিয়া নির্বাচনকালীন সরকারের রুপরেখা দেয়ার মাধ্যমে সহায়ক সরকারের আন্দোলনকে আরো বেগবান করতে চায় বিএনপি। তবে, এক্ষেত্রে আরো কিছুটা ধীরে চলার কৌশলে এগোতে চায় দলটি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রায় দেড় বছর এখনো বাকি। যদিও এরই মধ্যে তৎপরতা শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলো। ভোট চাইছেন ক্ষমতাশীন দল আওয়ামী লীগও।

প্রথমে অভিযোগ করলেও শেষ পর্যন্ত বিএনপি নেত্রীও দলের পক্ষে ভোট চাইলেন।

আগামী নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক অবস্থা শক্তিশালী করতে ৫১ জন সিনিয়র নেতার নেতৃত্বে ৭৭টি সাংগঠনিক জেলায় সফর করে। তবে, কবে নাগাদ বেগম জিয়া  নির্বাচনকালীন সরকারের রূপরেখা তুলে ধরবেন তা এখনো ঠিক না হলেও নির্বাচনকালীন সরকারের প্রধান কে হবে সেটি আলোচনার টেবিলে রেখে একাধিক বিকল্প আসতে পারে।

তবে, নির্বাচনের সময় নির্বাচন কমিশনের কার্যক্রম, স্বরাষ্ট্রমন্ত্রনালয়, সেনাবাহিনী, বিচারবিভাগ, সুশীল সমাজ এবং গণমাধ্যমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা কি হবে তা নিয়েও সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরতে চায় বিএনপি।