বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়নি ডিএমপি

বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়নি ডিএমপি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

আগামী ৭ নভেম্বর বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবশের অনুমতি দেয়নি ডিএমপি। এমনকি তার পরেরদিনও মিলছে না সমাবেশের অনুমতি।

ঢাকা মহানগর পুলিশ জানিয়ে দিয়েছে, ওই দুই দিন কাউকেই সোহরাওয়ার্দী উদ‌্যানে সমাবেশ করতে দেওয়া হবে না।

‘বিপ্লব ও সংহতি দিবস’ এর অংশ হিসেবে ৭ নভেম্বর সোহরাওয়ার্দী উদ‌্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপি। তখন আওয়ামী লীগ নেতারা ওই দিনটিতে সমাবেশ প্রতিহত করার হুমকি দেয়।

এরপর বৃহস্পতিবার দুপুরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে জানান, ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার অনুমতি চেয়ে প্রশাসনের কাছে আবেদন করেছেন তারা।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান শুক্রবার সকালে জানান, “একই স্থানে একাধিক রাজনৈতিক দল সমাবেশ ডাকায় নিরাপত্তাজনিত কারণে কাউকে ৭ ও ৮ নভেম্বর সমাবেশ করতে দেওয়া হবে না।”

তবে বিএনপি ছাড়া আর কোন দল ওই দুই দিন সমাবেশের অনুমতি চেয়েছে, সে প্রশ্নের কোনো উত্তর পুলিশ কর্মকর্তাদের কাছে মেলেনি।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ দিন ১৯৭৫ সালের ৭ নভেম্বর জিয়াউর রহমানের উত্থান ঘটে, যার হাত দিয়ে পরে প্রতিষ্ঠা পায় বিএনপি।