প্রধানমন্ত্রীর সঙ্গে ঐক্যফ্রন্টের দ্বিতীয় দফা সংলাপ শেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ঐক্যফ্রন্টের দ্বিতীয় দফা সংলাপ শেষ

শেয়ার করুন

সংলাপনিজস্ব প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের দ্বিতীয় দফা সংলাপ শেষ হয়েছে।

বুধবার সকাল ১১টার দিকে গণভবনে এ সংলাপ শুরু হয়ে শেষ হয় দুপুর ২টায়। প্রায় তিন ঘণ্টা চলা এ সংলাপে ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের ১১ নেতা অংশ নেন। আর এ সংলাপে ১৪ দলেরও ১১ সদস্যের প্রতিনিধি  অংশ নেন।

সংলাপের শুরুতে বিএনপির পক্ষ থেকে তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে করা রাজনৈতিক মামলার একটি তালিকা ওবায়দুল কাদেরের হাতে তুলে দেন মির্জা ফখরুল। প্রথম সংলাপে বিএনপির দাবির প্রেক্ষিতে এ সংক্রান্ত তালিকা চেয়েছিলেন প্রধানমন্ত্রী।

গত ১ নভেম্বর ঐক্যফ্রন্টের ২০ জনের সঙ্গে আওয়ামী লীগ ও শরিকদের ২৩ নেতার সাড়ে তিন ঘণ্টার সংলাপে সাত দফা দাবির বিষয়ে সমাধান না আসায় সীমিত পরিসরে এই দ্বিতীয় দফার সংলাপ। খালেদা জিয়ার মুক্তি, সংসদ ভেঙে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, নির্বাচন কমিশন ভেঙে দেওয়া এবং ইভিএম ব্যবহার না করার দাবি ছিল ঐক্যফ্রন্টের সাত দফার মধ্যে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় গণভবনে সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রীর সংলাপের ফলাফল জানানোর কথা রয়েছে।