‘নির্বাচন কমিশন ব্যর্থ বলে জনগণের কাছে জবাবদিহি করতে হবে’

‘নির্বাচন কমিশন ব্যর্থ বলে জনগণের কাছে জবাবদিহি করতে হবে’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

সরকার ভীতিকর পরিবেশ সৃষ্টি করে, শেষ পর্যন্ত বিএনপিকে নির্বাচনে হাজির হতে দিতে চায় না- এমন দাবি বিএনপি নেতাদের। ঢালাওভাবে নয়, বিএনপি নির্বাচন কমিশনে সুনির্দিষ্ট অভিযোগই করছে মন্তব্য করে তারা বলেন: সুষ্ঠু নির্বাচন করতে নির্বাচন কমিশন ব্যর্থ বলে জনগনের কাছে জবাবদিহি করতে হবে।

আগে থেকেই বলা হয়েছিল, মনোনয়ন প্রত্যাশীরা যেন তাদের সঙ্গে নেতা-কর্মী না নিয়ে আসেন। তবে গত  তিন দিনের মতো শেষদিনেও ভিড় বিএনপির গুলশান কার্যালয় এলাকায়। সামনের সড়ক থেকে নেতা-কর্মীদের বারবার সরে যেতে অনুরোধ করা হলেও তাতে কাজ হয়নি। এক পর্যায়ে বিএনপি মহাসচিবও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।

শেষদিন সকালে ময়মনসিংহ বিভাগের ২৯টি আসন, দুপুরে ফরিদপুরের ১৫টি এবং পরে ঢাকা বিভাগের ৭৮টি আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ সিনিয়র নেতৃবৃন্দ।

তারা বলেন, আন্দোলনের অংশ হিসেবে ভোটে অংশগ্রহণ ছাড়া এখন বিএনপির কোন বিকল্প নেই।

দুপুরে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, নির্বাচন কমিশন এখন পর্যন্ত তাদের সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ।

নির্বাচনে সবার জন্য সমান সুযোগ দাবি করেন বিএনপির আরেক নেতা মির্জা আব্বাস।

শিগগিরই জাতীয় ঐক্যফ্রন্ট এবং ২০ দলের সঙ্গে আসন ভাগাভাগির পর বিএনপির চুড়ান্ত প্রার্থী তালিকা জানানোর কথা জানান বিএনপি নেতারা।