নির্বাচন কমিশনের রোডম্যাপ সরকারের নীল নকশার অংশ

নির্বাচন কমিশনের রোডম্যাপ সরকারের নীল নকশার অংশ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণার মাধ্যমে সরকারের নীল নকশা বাস্তবায়ন শুরু বলে মনে করে বিএনপি। কমিশনের কর্মপরিকল্পনা ঘোষণার দু’দিন পর মঙ্গলবার দুপুরে, কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তাঁরা এ কথা বলেন।

দলটির শীর্ষ নেতারা মনে করেন, রোডম্যাপ নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য দায়িত্বহীন, যা জাতিকে হতাশ করেছে। প্রধান নির্বাচন কমিশনার সরকার-দলীয় নেতাদের মতো কথা বলছেন বলেও মন্তব্য করেন তাঁরা।

বিএনপি নেতারা বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে কমিশনকে সেই দলের আজ্ঞাবহ হয়ে কাজ করতে হবে। ফলে, এই রোডম্যাপ ঘোষণার কোন সার্থকতা নেই। কোন পদ্ধতিতে নির্বাচন হবে, সেটি নিয়ে আলোচনার দাবি জানান তাঁরা।