নির্বাচনের ৮০ ভাগ প্রস্তুতি শেষ, সংলাপের সুযোগ নেই: ইসি সচিব

নির্বাচনের ৮০ ভাগ প্রস্তুতি শেষ, সংলাপের সুযোগ নেই: ইসি সচিব

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় নির্বাচনের ৮০ ভাগ প্রস্তুতি শেষ। এখন আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের সুযোগ নেই বলে জানিয়েছেন ইসি সচিব হেলালউদ্দিন আহমেদ।

সার্কভুক্ত দেশগুলোর প্রধান নির্বাচন কমিশনারদের সম্মেলন সম্পর্কিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

৫ থেকে ৬ সেপ্টেম্বর দু’দিনব্যাপী এই সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠিত হবে। জাতীয় নির্বাচনের আগে এ ধরণের সম্মেলন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বলেও মনে করেন ইসি সচিব।

জাতীয় নির্বাচন সম্পর্কে সচিব জানান, ডিসেম্বরের শেষের দিকে অথবা জানুয়ারির প্রথম দিকে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। অক্টোবরের শেষ সপ্তাহে অথবা নভেম্বরের প্রথমদিকে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।