নির্বাচনের দুই থেকে ১০ দিন আগে সেনা মোতায়েন

নির্বাচনের দুই থেকে ১০ দিন আগে সেনা মোতায়েন

শেয়ার করুন

ec election commission
নিজস্ব প্রতিবেদক :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২ থেকে ১০ দিন আগে নির্বাচনী এলাকায় সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফ করার সময় তিনি এ কথা বলেন। তিনি বলেন, একাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।

অন্যদিকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, এবারের নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে আন্তর্জাতিক অঙ্গনে মুখ দেখানো যাবে না। কেউ যদি নির্বাচন ভণ্ডুল করতে চায়, তবে আইনের মধ্য থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেয়ার জন্য সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।