‘নিম্ন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ সরকারের হাতেই থাকছে’

‘নিম্ন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ সরকারের হাতেই থাকছে’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিম্ন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ সরকারের হাতেই থাকছে। জাতীয় প্রেসক্লাব ও ডিআরইউতে দুটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ‘রেজিস্টার্ড গ্র্যাজুয়েটস’ প্রতিনিধি নির্বাচনে জাতীয়তাবাদী পরিষদের প্যানেল পরিচিতি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, প্রধান বিচারপতিকে পদত্যাগে বাধ্য করা প্রমাণ করে বিচারবিভাগের কোন স্বাধীনতা নেই, এখন তা প্রশাসনের নিয়ন্ত্রণে।

দুপুরে, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আরেক অনুষ্ঠানে আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসবে বলে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যের সমালোচনা করেন বিএনপি মহাসচিব। তিনি কথা বলেন: নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি প্রকাশ নিয়েও।