নানা দুর্ভোগে বরিশাল সিটির বর্ধিতাংশের ৩ লাখ মানুষ

নানা দুর্ভোগে বরিশাল সিটির বর্ধিতাংশের ৩ লাখ মানুষ

শেয়ার করুন

সিটি_কপোরেশন_ভবনবরিশাল প্রতিনিধি :

বরিশাল নগরীর বর্ধিত এলাকার প্রায় ৩ লাখ মানুষের দিন কাটছে সমস্যা আর দুর্ভোগের মধ্যে দিয়ে। নগরীর বাসিন্দা হিসেবে নিয়মিত ট্যাক্স দিলেও, এসব এলাকায় লাগেনি উন্নয়নের ছোঁয়া। নেই পানি , বিদ্যুৎ সংযোগ, চলাচলের সড়ক। নির্বাচন এলে প্রার্থীরা প্রতিশ্রুতি দেন ঠিকই, এরপর সেই একই বঞ্চনা।

মেয়র আসে মেয়র যায়, ভাগ্যের বদল হয় না বরিশাল সিটি করপোরেশনের বর্ধিত এলাকার। তারা যেন শহরের বাইরের মানুষ। নিয়মিত ট্যাক্স দেন, অথচ ন্যূনতম নাগরিক সুযোগ-সুবিধা থেকে বছরের পর বছর বঞ্চিত তারা।

২০০২ সালে, ২৫ বর্গকিলোমিটার আয়োতনের তৎকালীন বরিশাল পৌরসভার সম্প্রসারণ ঘটে ৫৮ বর্গকিলোমিটারের সিটি করপোরেশনে। তখন সিটি এলাকার ৩০টি ওয়ার্ডের ৮টিরই অবস্থান হয় বর্ধিত এলাকায়। অগ্রাধিকার দিয়ে এসব এলাকার উন্নয়ন করার প্রতিশ্রুতি দিয়ে, বারেবারে ভোট চেয়েছেন প্রার্থীরা। নির্বাচন শেষে কথা রাখেনি কেউ।

জাগুয়া, চরজাগুয়া, হরিনাফুলিয়া, ডেফুলিয়া, মতাসার, টিয়াখালি এলাকাবাসী- বেহাল রাস্তাঘাট, পানি ও বিদ্যুতের সমস্যায় জর্জরিত। আবারো নির্বাচন, তাদের সামনে আবারো প্রতিশ্রুতির ফুলঝুরি।

ভোটের প্রতিশ্রুতি চাচ্ছেন সম্ভাব্য নগরকর্তা। আর বরিশালবাসী চান, শহর আর শহরতলির ব্যবধান আর বঞ্চনার অবসান হোক।