দুই মামলায় খালেদা জিয়ার শুনানি বুধবার পর্যন্ত মুলতবি

দুই মামলায় খালেদা জিয়ার শুনানি বুধবার পর্যন্ত মুলতবি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লায় বাসে পেট্রোল বোমায় ৭ জন হত্যা ও নড়াইলে মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে বিরুপ মন্তব্যের অভিযোগে মানহানির মামলায় জামিন চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনের ওপর প্রথম দিনের শুনানি শেষে আগামীকাল বুধবার পর্যন্ত শুনানি মুলতবি করেছেন হাইকোর্ট।

এদিকে মঙ্গলবার ঢাকার আদালতে চলা আরো দুটি মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন খালেদা জিয়ার আইনজীবীরা।

রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানির দিন ধার্য করা হয়েছে। মঙ্গলবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে কুমিল্লা ও নড়াইলের মামলায় শুনানি হয়।  দুপুর আড়াইটা থেকে ৪০ মিনিট শুনানিতে আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।