তফসিল পেছানো অযৌক্তিক: ইসির সঙ্গে বৈঠকে জাতীয় পার্টি

তফসিল পেছানো অযৌক্তিক: ইসির সঙ্গে বৈঠকে জাতীয় পার্টি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

সংলাপের বাহানায় সংসদ নির্বাচনের তফসিল পেছানো অযৌক্তিক বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির নেতারা। প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনারদের সাথে বৈঠকের পর তারা সাংবাদিকদের কাছে এ কথা জানান।

বুধবার সকালে জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে সম্মিলিত জাতীয় জোটের নেতারা নির্বাচন কমিশনে যান। নির্বাচন ইস্যুতে কমিশনকে সব ধরণের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন জোটের নেতারা।

জাতীয় জোটের প্রতিনিধিদলে ছিলেন- জাপার কো চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এমএ সাত্তার, জিয়া উদ্দিন আহমেদ বাবলুসহ আরো অনেকে।আছেন ইসলামী ফ্রন্টের যুগ্ম মহাসচিব অধ্যাপক এমএ মোমেন, বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, জাতয়ী ইসলামী মহাজোটের চেয়ারম্যান আবু নাসের ওয়াহেদ ফারুক, চেয়ারম্যান বিএনএ সেকেন্দার আলী মনি।