তফসিল ঘোষণার পর গ্রেপ্তার পাঁচ মনোনয়ন প্রত্যাশীর তালিকা ইসিকে দিল বিএনপি

তফসিল ঘোষণার পর গ্রেপ্তার পাঁচ মনোনয়ন প্রত্যাশীর তালিকা ইসিকে দিল বিএনপি

শেয়ার করুন

বিএনপি
নিজস্ব প্রতিবেদক :

তফসিল ঘোষণার পর গ্রেপ্তার হওয়া মনোনয়ন প্রত্যাশী ৫ জনের তালিকা নির্বাচন কমিশনে জমা দিয়েছে বিএনপি। দুপুরে চিঠি নিয়ে ইসিতে যায় বিএনপির প্রতিনিধি দল।

ইসিতে দেয়া চিঠি অনুযায়ী, আটক হওয়া বিএনপির পাঁচ নেতা হলেন— বাগেরহাট-৪ আসনের ইব্রাহীম হোসেন, গাইবান্ধা-২-এর আনিসুজ্জামান খান, নেত্রকোনা-২-এর  আনোয়ারুল হক, ঢাকা-১০-এর শেখ রবিউল আলম এবং যশোর-৬ থেকে মনোনোয়ন প্রত্যাশী আবু বক্কর।

এর আগে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, ৮ নভেম্বর তফসিল ঘোষণার পর একাধিক মামলায় দলটির ৫২৯ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে, যাদের অনেকেই মনোনয়নপ্রত্যাশী।
চিঠিতে জানানো হয়, বাড়িতে গিয়ে, রাস্তায় চলাচলরত অবস্থায় এবং ব্যবসা প্রতিষ্ঠানে হানা দিয়ে নেতা-কর্মীদের আটক করা হচ্ছে। তফসিল ঘোষণার পর আটক নেতাদের তালিকা ইসিতে দুবার দেওয়া হলেও, কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এ অবস্থায় ইসি আদৌ সুষ্ঠু নির্বাচন করতে পারবে কি না, তা নিয়ে সংশয়ের কথাও জানিয়েছে বিএনপি।