জিয়ার স্বাধীনতা পদক বাতিলের সিদ্ধান্ত সংকীর্ণ ও আত্নঘাতি

জিয়ার স্বাধীনতা পদক বাতিলের সিদ্ধান্ত সংকীর্ণ ও আত্নঘাতি

শেয়ার করুন

মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরণোত্তর স্বাধীনতা পদক প্রত্যাহার ও জাতীয় জাদুঘর থেকে তা সরিয়ে নেয়ার সুপারিশের সিদ্ধান্তকে সংকীর্ণ ও আত্নঘাতি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ফকরুল বলেন, ২০০৩ সালে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি দেশ ও মানুষের কল্যাণে অসাধারণ অবদান রাখার জন্য জিয়াউর রহমানকে মরণোত্তর স্বাধীনতা পদক প্রদান করে।

কিন্তু ক্ষমতাসীন সরকার অত্যান্ত নোংরাভাবে এই অর্জনকে মুছে দিতে চাইছে। এ ধরনের সিদ্ধান্ত থেকে সরে না আসছে জনগণ আওয়ামী সরকারকে কখনোই ক্ষমা করবে না বলে জানান বিএনপি মহাসচিব।