জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহার: দুইমেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয়

জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহার: দুইমেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয়

শেয়ার করুন

Untitled-1-5c173e7d06394নিজস্ব প্রতিবেদক :

প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনা এবং পুলিশ ও সামরিক বাহিনী ছাড়া অন্য চাকরিতে বয়সসীমা থাকবে না এমন প্রতিশ্রুতিসহ ৩৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। এছাড়া পরপর দুইমেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না এবং যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম চলমান রাখারও প্রতিশ্রুতি আছে এই ইশতেহারে। ক্ষমতায় গেলে আগামী ৫ বছরে এটি বাস্তবায়নের আশ্বাস এই জোট।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৫ দফা ইশতেহার ১৪ টি প্রতিশ্রুতি জাতীয় ঐক্যফ্রন্টের। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেন, প্রজাতন্ত্রের মালিক জনগণ তাই তাদের হাতেই তা ফিরিয়ে দেয়া হবে।

পরে ইশতেহারটি পাঠ করেন  নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না।  ইশতেহারে ঘোষণা করা হয় প্রতিহিংসা বা জিঘাংসা নয় জাতীয় ঐক্য মুল লক্ষ্য।

প্রতিশ্রুতিতে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো-
* এক দলীয় শাসনের যেন পুন:জন্ম না হয় তা নিশ্চত, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল, সাদা পোশাকে যাতে গ্রেপ্তার না করা হয় তা নিশ্চিত করার আশ্বাস।
* ক্ষমতার ভারসাম্য আনতে নির্বাচন কমিশন, নির্বাচনী আইন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার করা হবে।
* সকল অংশীজনের সাথে আলোচনার মাধ্যমে নির্বাচনকালীন সরকারের বিধান তৈরি করা হবে।
* দলীয় সংসদ সদস্য দলের বিরুদ্ধে ভোট দিলেও তাদের সংসদ সদস্য পদ শূন্য হবে না
*  সকল অংশীজনের সাথে আলোচনার মাধ্যমে উচ্চকক্ষের গঠন প্রক্রিয়া নির্ধারণ করা হবে।
* সকল সাংবিধানিক পদে নিয়োগের জন্য সুস্পষ্ট আইন তৈরি করা হবে।
* প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনা হবে।
* মন্ত্রিসভাসহ প্রধানমন্ত্রীকে সংসদের কাছে দায়বদ্ধ থাকার সাংবিধানিক বাধ্যবাধকতা নিশ্চিত করা হবে।
* পর পর দুই মেয়াদের বেশী প্রধানমন্ত্রী থাকা যাবে না এমন বিধান করা হবে।

ইশতেহারে বলা হয়, নির্বাচনে জিতলে সব নাগরিকের কল্যাণে রাষ্ট্র পরিচালনা করবে জাতীয় ঐক্যফ্রন্ট। আমূল পরিবর্তন আনা হবে প্রতিহিংসার রাজনীতি দূরীকরণ, নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিতকরণ, মতপ্রকাশের স্বাধীনতা, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা ও বিকেন্দ্রীকরণ, দুর্নীতি দমন ও সুশাসনসহ ১৪টি খাতে। আর সামরিক বাহিনী ও পুলিশ ছাড়া সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা রাখবে না তারা।