চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিএসএমএমইউতে ভর্তির নির্দেশ

চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিএসএমএমইউতে ভর্তির নির্দেশ

শেয়ার করুন

khaleda20180201183517নিজস্ব প্রতিবেদক :

খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিএসএমএমইউ হাসপাতালে ভর্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তার চিকিৎসায় মেডিকেল বোর্ড পুনর্গঠনেরও নির্দেশ দেয়া হয়েছে।

তবে খালেদা জিয়ার পছন্দের চিকিৎসকরা প্রয়োজনে তাঁর চিকিৎসায় থাকতে পারবেন বলে আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপু‌রে হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

গতকাল এ বিষয়ে দুপক্ষের শুনানি আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য রাখেন আদালত।

আদালতে খালেদা জিয়ার পক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, এ এম মাহবুব উদ্দিন খোকন, বদরুদ্দোজা বাদল, এ কে এম এহসানানুর রহমান প্রমুখ।  অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। রায় ঘোষণার পরপরই তাকে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। তিনি এখন সেখানেই আছেন।