ঘুষের মামলায় সাজা কমল নাজমুল হুদার

ঘুষের মামলায় সাজা কমল নাজমুল হুদার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

ঘুষের মামলায় সাজা কমলেও জেল খাটতে হবে সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদাকে। বুধবার একটি মামলার রায়ে এই নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জামিনে থাকা নাজমুল  হুদাকে ৪৫ দিনের মধ্যে আত্মসমর্পন করতেও বলা হয়েছে।

দৈনিক ‘খবরের অন্তরালে’ নামের একটি সাপ্তাহিক পত্রিকার জন্য প্রায় আড়াই কোটি টাকা ঘুষ নেবার অভিযোগ ওঠে সাবেক বিএনপি সরকারের মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা এবং তাঁর স্ত্রী সিগমা হুদার বিরুদ্ধে। ২০০৭ সালে দুইজনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন।

নিম্ন আদালত এই মামলায় নাজমুল হুদাকে ৭ বছর এবং সিগমা হুদাকে ৩ বছরের কারাদণ্ড দেয়। সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে, খালাসও পেয়েছিলেন এই দম্পতি।

পরে, দুদকের আপিলের প্রেক্ষিতে মামলাটি পুনরায় শুনানির নির্দেশ দেন আপিল বিভাগ। পুণ:শুনানির পর বুধবার বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ বুধবার রায় ঘোষণা করেন।

রায়ে নাজমুল হুদার শাস্তি ৩ বছর কমানো হলেও, বাকী সাজা খাটার জন্য নিম্ন আদালতে আত্মসমর্পন করতে বলা হয়েছে। আর সিগমা হুদা এর আগেই যে সাজা খেটেছেন তাই শাস্তি হিসেবে গণনা করতে বলা হয়েছে।

তবে, নিম্ন আদালত এ মামলায় নাজমুল হুদাকে যে জরিমানা করেছিল, সে বিষয়ে কোনো নির্দেশনা দেননি হাইকোর্ট।