গ্যাস-বিদ্যুতের দাম বাড়ার প্রতিবাদে বুধবার বিএনপির বিক্ষোভ

গ্যাস-বিদ্যুতের দাম বাড়ার প্রতিবাদে বুধবার বিএনপির বিক্ষোভ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

গ্যাস-বিদ্যুতের দাম বাড়ার প্রতিবাদে বুধবার সারাদেশে প্রতিবাদ কর্মসূচী পালন করবে বিএনপি। অবশ্য কর্মসূচীর বাইরে থাকবে রংপুর সিটি কর্পোরেশন। সেখানে নির্বাচনকে কেন্দ্র করে সরকারদলের প্রার্থী একের পর এক আচরণবিধি লঙ্ঘণ করেছে বলেও অভিযোগ দলটির।

সোমবার সকালে, হাইকোর্ট মাজার এলাকায় দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রসিক নির্বাচনে সরকারদলীয় প্রার্থীর আচরণ নির্বাচন কমিশনকে জানানো হয়েছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার পরিবারের সম্পদ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের আবারও সমালোচনা করেন তিনি।

এরপর দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মধ্যস্বত্বভোগীদের সুবিধা দিতে ক্ষমতাসীনরাই পিঁয়াজসহ সকল নিত্যপণ্যের দাম বাড়িয়েছে। গ্যাস-বিদ্যুতের দাম বাড়িয়েও তারাই লাভবান হচ্ছে বলে অভিযোগ করেন রিজভী।