‘গাড়ি বহরে হামলা প্রমাণ করে সরকার গায়ের জোরে দেশ চালাচ্ছে’

‘গাড়ি বহরে হামলা প্রমাণ করে সরকার গায়ের জোরে দেশ চালাচ্ছে’

শেয়ার করুন

19225670_1913546588858999_6656150205258119523_nচট্টগ্রাম প্রতিনিধি :

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গাড়ি বহরে হামলার ঘটনাই প্রমাণ করে সরকার গায়ের জোরে দেশ চালাচ্ছে।

রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণে যাওয়ার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি প্রতিনিধি দলের গাড়ি বহরে হামলার ঘটনার পর চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ মন্তব্য করেন তিনি।

এ হামলার ঘটনাকে দেশের গণতন্ত্র ও মুক্তচিন্তার মানুষদের উপর আঘাত উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সকালে ত্রাণ বিতরণের যাওয়ার সময় রাঙ্গুনিয়ার ইছাখালীতে পৌছলে ৪০-৫০ জন লোক জয় বাংলা শ্লোগান দিয়ে তার গাড়ি বহরে হামলা চালায়। হামলাকারীদের হাতে রড, লাঠি, রামদাসহ নানা দেশিয় অস্ত্র ছিল বলে জানান তিনি।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুহসহ আহত হন অন্তত ৬ জন। পরে, রাঙামাটি না গিয়ে চট্টগ্রামে ফিরে আসে বিএনপির প্রতিনিধি দলটি।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শান্তিরহাট এলাকায় এ হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান,গাড়িবহরটি রাঙ্গুনিয়ার উপজেলা সদর অতিক্রম করার সময় ২০ থেকে ৩০ জন তরুণ অতর্কিতে হামলা চালায়। তারা গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ করে, লাঠিসোঁটা এবং রড দিয়ে হামলা চালায়। এ ঘটনায় রাঙামাটি যাওয়ার কর্মসূচি বাতিল করেছে বিএনপি।