গণভবনে চলছে সংলাপ

গণভবনে চলছে সংলাপ

শেয়ার করুন

PM-UNAনিজস্ব প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিতীয় দফায় সংলাপে বসেছেন জাতীয়  ঐক্যফ্রন্টের নেতারা। সকাল ১১টার দিকে গণভবনে সংলাপ শুরু হয়।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ড. কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহমদসহ ঐক্যফ্রন্টের নেতারা গণভবনে প্রবেশ করেন। দ্বিতীয় দফা সংলাপে অংশ নিচ্ছেন ঐক্যফ্রন্টের ১১ জন নেতা।  এ  সংলাপে ১৪ দলেরও  ১১ সদস্যের প্রতিনিধি অংশ নিচ্ছেন।

সংলাপে ৭ দফা দাবি নিয়েই আলোচনার কথা বলা হলেও, ধারণা করা হচ্ছে প্রধান্য পেতে পারে তিনটি প্রস্তাব। তিন দফা প্রষ্তাবে: সংবিধান সংশোধন করে নতুন নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন,  সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী  সংসদ ভেঙে দিয়ে  পরবর্তী ৯০ দিনের মধ্যে ভোট গ্রহণ এবং  বর্তমান প্রধানমন্ত্রীকে রেখেই  তার ক্ষমতা হ্রাস করে গুরুত্বপূর্ন ৪টি মন্ত্রণালয়ে টেকনোক্র্যাটমন্ত্রী নিয়োগের বিষয়টি উঠে আসতে পারে। এর আগে ১ নভেম্বর সন্ধ্যায় ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের ২০ সদস্যের প্রতিনিধি দল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে অংশ নিয়েছিল।