খুলনা সিটি নির্বাচন: মধ্যরাতে শেষ হচ্ছে আনুষ্ঠানিক প্রচার-প্রচারনা

খুলনা সিটি নির্বাচন: মধ্যরাতে শেষ হচ্ছে আনুষ্ঠানিক প্রচার-প্রচারনা

শেয়ার করুন

image-60165-e1513576412808খুলনা প্রতিনিধি :

আজ মধ্যরাতে শেষ হচ্ছে খুলনা সিটি করপোরেশন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারনা। শেষ মুহূর্তের প্রচারনায় সরগরম খুলনা সিটি করপোরেশন এলাকা।

ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ভোট চাইছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। নানা প্রতিশ্রুতি দিয়ে চাইছেন ভোট। জনসংযোগ ও মিছিল করার পাশাপাশি গান গেয়ে প্রার্থীদের জন্য ভোট চাইছেন সমর্থকরা।

মঙ্গলবার নগর পিতা বাছাই করতে ভোট দেবেন খুলনা নগরবাসী। নির্বাচনে পাঁচজন মেয়র প্রার্থী, ৩১ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৪৮ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মোট ভোটার চার লাখ ৯৩ হাজার ৯৩ জন। মেয়র পদে দলীয় প্রতীকের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক। বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।