‘খালেদা জিয়া এখনো প্যারোলে মুক্তির আবেদনের চিন্তা করেননি’

‘খালেদা জিয়া এখনো প্যারোলে মুক্তির আবেদনের চিন্তা করেননি’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

কারাবন্দি বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা প্যারোলে মুক্তির আবেদন করলে বিবেচনা করা হবে, সরকার দলীয় কয়েকজন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতারা এমনটা বললেও, খালেদা জিয়া এখনো পর্যন্ত প্যারোলে মুক্তির আবেদনের কোনো চিন্তাই করেননি। এমন দাবি, খালেদা জিয়ার আইনজীবীদের। তারা বলছেন, আইনি প্রক্রিয়া মেনেই জামিনে মুক্ত হতে চান তিনি। তবে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ জানান, দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত আসামী হিসেবে প্যারোলে মুক্তির আবেদনের যোগ্য নন খালেদা জিয়া।

গত পহেলা এপ্রিল চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেয়ার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন চলছে তার প্যারোলে মুক্তির বিষয়টি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে গত তিন সপ্তাহ যাবৎ বিভিন্ন অনুষ্ঠানে আওয়ামী লীগ ও বিএনপি নেতারা কথা বলেছেন, খালেদা জিয়ার প্যারোলে মুক্তি নিয়ে।

কিন্তু যাকে ঘিরে এতসব আলোচনা, দুটি দুর্নীতির মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী হিসেবে সেই খালেদা জিয়া প্যারোলে মুক্তির আবেদনের কথা চিন্তাই করছেন না বলে জানান, তার আইনজীবীরা।

খালেদা জিয়ার আইনজীবীদের দাবি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকার দলীয় মন্ত্রীরা প্যারোলে মুক্তির বিষয়টি সামনে নিয়ে এসেছেন।

তবে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ বলছেন, চাইলেও আইনগতভাবে খালেদা জিয়ার প্যারোলে মুক্তির আবেদন করতে পারবেন না।
সিংক: