খালেদা জিয়ার দুই মামলার জামিন আবেদনের উপর বৃহস্পতিবার আবার শুনানি

খালেদা জিয়ার দুই মামলার জামিন আবেদনের উপর বৃহস্পতিবার আবার শুনানি

শেয়ার করুন

150618082327_bangla_bd_khaleda_zia_bnp_640x360_bbc_nocreditনিজস্ব প্রতিবেদক :

কুমিল্লা ও নড়াইলের মামলায় খালেদা জিয়ার জামিন আবেদনের উপর বৃহস্পতিবার আবার শুনানি হবে। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জেবিএম হাসানের  সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বুধবার আংশিক শুনানি হয়েছে।

কুমিল্লায় বাসে পেট্রোল বোমায় ৭ জন হত্যা ও নড়াইলে মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে খালেদা জিয়ার নামে এ মামলা করা হয়। দুপুর আড়াইটা থেকে শুনানী শুরু হয়। খালেদা জিয়ার পক্ষে ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

এর আগে মঙ্গলবার ঢাকার আদালতে চলা আরো দুটি মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। তার পরিপ্রেক্ষিতে আগামী সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানির দিন ধার্য করেছেন।

মঙ্গলবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে কুমিল্লা ও নড়াইলের মামলায় শুনানি হয়। দুপুর আড়াইটা থেকে ৪০ মিনিট ধরে চলা শুনানি হয়।