খালেদা জিয়ার জামিন শুনানি শেষ: রায় মঙ্গলবার

খালেদা জিয়ার জামিন শুনানি শেষ: রায় মঙ্গলবার

শেয়ার করুন

খালেদানিজস্ব প্রতিবেদক :

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন স্থগিতই থাকবে, নাকি তাঁকে হাইকোর্ট থেকে দেয়া জামিন বহাল রাখা হবে, তা জানা যাবে আগামী মঙ্গলবার।

খালেদা জিয়ার জামিন বাতিল চেয়ে দুর্নীতি দমন কমিশন-দুদক ও রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শেষে আগামী মঙ্গলবার রায়ের জন্য দিন ধার্য করেছেন সর্বোচ্চ আদালত।

বুধবার সকাল সাড়ে নয়টা থেকে সোয়া একটা পর্যন্ত খালেদা জিয়ার আইনজীবী, দুদক ও রাষ্ট্রপক্ষ থেকে তার জামিন নিয়ে যুক্তি-পাল্টা যুক্তি তুলে ধরা হয়। খালেদা জিয়ার আইনজীবীরা কম সাজার ক্ষেত্রে হাইকোর্টের দেয়া জামিনে আপিল বিভাগ থেকে স্থগিতের নজির না থাকা, তার বয়স ও অসুস্থতার ওপর গুরুত্ব দিয়ে জামিন বহাল রাখার আবেদন জানান।

আর, দুদক ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ নন। একই সঙ্গে এই মামলার পেপারবুক তৈরি হয়ে যাওয়ায় জামিন না দিয়ে আপিল শুনানির পক্ষে আবেদন জানান তারা। অ্যাটর্নি জেনারেলের বক্তব্য উপস্থাপনের সময় আদালতে তুমুল হইচই করেন বিএনপিপন্থী আইনজীবীরা।