খালেদা জিয়ার জামিন বিষয় আপিল বিভাগের রায় বুধবার

খালেদা জিয়ার জামিন বিষয় আপিল বিভাগের রায় বুধবার

শেয়ার করুন

খালেদানিজস্ব প্রতিবেদক :

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের বিষয়ে আপিল বিভাগের রায় দেয়া হবে আগামীকাল।

খালেদা জিয়ার জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষ ও দুদকের করা আপিলের ওপর গত সপ্তাহে শুনানি শেষে আপিল বিভাগে রায় ঘোষণার জন্য আজ তারিখ নির্ধারিত ছিল।

আজ সকাল ৯টা ৫০মিনিটে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতকে বলেন, তিনি আর একটু শুনানি করতে চান। রাষ্ট্রপক্ষের শুনানির আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চে  দুপুরে শুনানি শুরু হয়।  শুনানি শেষ হলে রায়ের নতুন তারিখ ঘোষণা করা হয়।

গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। পরে ১২ মার্চ খালেদা জিয়াকে চার মাসের জামিন দেন হাইকোর্ট। হাইকোর্টের দেয়া ওই আদেশের বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষ আপিল করে।