‘খালেদা জিয়াকে অসম্মান করতেই গুলশান কার্যালয়ে অভিযান’

‘খালেদা জিয়াকে অসম্মান করতেই গুলশান কার্যালয়ে অভিযান’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অসম্মান করতেই তার গুলশান কার্যালয়ে অভিযান চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবীর রিজভী।

এর আগে শনিবর সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে অভিযানে যায় পুলিশ। প্রায় ৩ ঘণ্টা অভিযান শেষে কার্যালয় থেকে কোন মালামাল জব্দ করে নি। পুলিশ।

গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, আদালতের নির্দেশে এই তল্লাশি হয়। এই কার্যালয়ের ভেতরে রাষ্ট্রবিরোধী কোনো কিছু আছে কি না তা খতিয়ে দেখার ওয়ারেন্ট রয়েছে।

অভিযানের আগে পুলিশ সদস্যরা প্রথমে কার্যালয়ের সমনের ৮৬ নম্বর সড়কের দুই প্রান্ত আটকে দেয়। এরপর শুরু হয় তল্লাশি।

তল্লাশির সময় কার্যালয়ে কোন নেতা না থাকলেও সকাল ৯ টায় কার্যালয়ের ভিতরে প্রবেশ করেছন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন তিন বারের প্রধানমন্ত্রীকে অসম্মান করার জন্যই এ অভিযান।

তিনি আরও অভিযোগ করেন গেট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে পুলিশ। নির্বাচনকে সামনে রেখে বিএনপির উপর চাপ প্রয়োগের জন্য এ অভিযান চালানো হয়েছে। তিনি বলেন, পুলিশ কার্যালয় থেকে কিছু না নিয়ে গেলেও ভিতরের জিনিসপত্র ভাংচুর করেছে।

রিজভী বলেন, এ অভিযানের উদ্দেশ্য ছিল খালেদা জিয়াকে মানষিকভাবে বিপর্যস্ত করা।