খালেদার প্রস্তাব বঙ্গভবনে

খালেদার প্রস্তাব বঙ্গভবনে

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

নির্বাচন কমিশন পুনর্গঠনে বেগম খালেদা জিয়ার প্রস্তাব রাষ্ট্রপতি বরাবর বঙ্গভবনে পৌঁছে দিয়েছে বিএনপি।

সকাল ১১টার দিকে দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভি আহমেদের নেতৃত্বে ২ সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে যান।

তাদের কাছ থেকে লিখিত প্রস্তাব গ্রহণ করেন রাষ্ট্রপতির সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মাইনুর রহমান। রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে দলটি ফের চিঠিও দেয়।

বঙ্গভবন থেকে ফিরে রিজভী আহমেদ জানান, রাষ্ট্রপতি এখন দেশে নেই। আগামী ১১ ডিসেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে। এরপর ধারাবাহিকভাবে বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করবেন বলে আশা করছেন রিজভি আহমেদ।