কে কখন বহিষ্কার হয়- তা অনিশ্চিত!

কে কখন বহিষ্কার হয়- তা অনিশ্চিত!

শেয়ার করুন

Ranga.20160831204443নিজস্ব প্রতিবেদক :

জাতীয় পার্টির মহাসচিব হয়েই মসিউরি রহমান রাঙা বললেন, কে কখন বহিষ্কার হয়- তা অনিশ্চিত। তবে তিনি থাকবেন এরশাদের দলে। আর জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে কেউ বাণিজ্য করলে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও ঘোষণা দিলেন নতুন মহাসচিব।

৩০০ আসনেই এককভাবে প্রার্থী দেবে জাতীয় পার্টি এমন আওয়াজ দিয়েছিলেন অনেকেই। দলের চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদও কর্মীদের বহুবার উজ্জীবিত করেছেন এমন জোর বক্তব্যে।

কিন্তু, নির্বাচন যখন দোড়গোড়ায় এরশাদ গেলেন সিএমইএচে, রুহুল আমিন হাওলাদার সাফ জানিয়ে দিলেন, ৩০০ আসন শুধুই গুজব। মহাজোট থেকেই নির্বাচনে যাচ্ছে জাতীয় পার্টি।

আশায় বুক বেধে যারা প্রস্তুতি নিয়েছিলেন শেষ পর্যন্ত তারাই তুলে ধরলেন পার্টির চরম সত্য দিকটা।

গল্প মোড় নিল, রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র বাতিল হবার ঘোষণা আসার পরপরই।  সোমবার জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব নিয়েই মশিউর রহমান রাঙ্গা পার্টির বনানী কার্যালয়ে এলেন সংবাদ সম্মেলনে।

প্রশ্ন ছিল, মনোনয়ন বাণিজ্যের কারনেই কি রুহুল আমিন হাওলাদারের বিদায়? বললেন তিনি জানেন না। চেয়ারম্যান যা ভাল মনে করেছেন তাই করেছেন।

এরশাদ সুস্থ আছেন এবং তিনিই পার্টির সব সিদ্ধান্ত নিচ্ছেন বলে জানান জাপার নতুন মহাসিচব মশিউর রহমান রাঙ্গা।