কুমিল্লা সিটি নির্বাচনের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে

কুমিল্লা সিটি নির্বাচনের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে

শেয়ার করুন

কুমিল্লা প্রতিনিধি :

উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে, শহরের টাউনহল মিলনায়তনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া শুরু হয়। এসময় আওয়ামী লীগ প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে ‘নৌকা’ ও বিএনপি প্রার্থী মনিরুল হক সাক্কুকে ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। পরে জেএসডি মেয়র প্রার্থী শিরিন আক্তারকে তারা প্রতীক বরাদ্দ দেয়া হয়।

এছাড়া সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলদের মাঝেও প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রতীক বরাদ্দের পর থেকেই আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৩০ মার্চ।