ঐক্যফ্রন্টের ৭ দফা দাবি মানার কোন সুযোগ নেই: কাদের

ঐক্যফ্রন্টের ৭ দফা দাবি মানার কোন সুযোগ নেই: কাদের

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা দাবি মানার কোন সুযোগ নেই, আবারও এ কথা জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চিঠি পেলে উত্তর দেয়া হবে।

রোববার সকালে সেতু ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদুত রেনজি তিরিংকয়ের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদুত বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু ও সবার অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করেন। পরে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ওমানের রাষ্ট্রদুত। এরপর  অভিনয় শিল্পী  সংঘের নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠক করেন ওবায়দুল কাদের।

শিল্পী হিসেবে পেশার স্বীকৃতি, কল্যাণ তহবিল, অফিসের জায়গা বরাদ্দ, নিরাপত্তা ও টেলিভিশনগুলোকে পে চ্যানেল হিসেবে  সম্প্রচারের নীতিমালা দাবি করেন শিল্পীরা। পরিবহন ধর্মঘট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে  দুই দফা কথা বলেন ওবায়দুল কাদের।