ইসির আচারণবিধি চুড়ান্ত, সিটি নির্বাচনে প্রচারণার সুযোগ পাবেন সাংসদরা

ইসির আচারণবিধি চুড়ান্ত, সিটি নির্বাচনে প্রচারণার সুযোগ পাবেন সাংসদরা

শেয়ার করুন

ec
নিজস্ব প্রতিবেদক :

সিটি নির্বাচনে সংসদ সদস্যদের প্রচারণার সুযোগ রেখে আচরণবিধি চূড়ান্ত হয়েছে। আগাঁরগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে দুপুরে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন একথা জানান।

তিনি বলেন, সম্প্রতি কমিশন ভবনে এসে সিটি নির্বচনে সংসদদের প্রচারণার সুযোগ চেয়ে প্রস্তাব করেছিল আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। এ প্রেক্ষিতেই আচরণ বিধিমালায় এধরণের পরিবর্তন যক্তিযুক্ত মনে হয়েছে কমিশনের। এখন থেকে সিটি নির্বাচনগুলোতে পোষ্টার না সটিঁয়ে তা ঝুলানোর বিধানসহ ১১টি বিষয়েও সংশোধনী আনা হয়েছে বলে জানান ইসি সচিব।

সাংসদরা সিটি নির্বাচনের প্রচারণায় অংশ নিতে পারার বিধান কার্যকর হবে গাজীপুর সিটি নির্বাচনের পর। তাই গাজীপুর সিটি নির্বাচনের প্রচারণায় অংশ নিতে পারবেন না সংসদ সদস্যরা।