ইইউকে অংশগ্রহণমূলক নির্বাচনের আশ্বাস দিয়েছেন তোফায়েল আহমেদ

ইইউকে অংশগ্রহণমূলক নির্বাচনের আশ্বাস দিয়েছেন তোফায়েল আহমেদ

শেয়ার করুন

বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদনিজস্ব প্রতিবেদক :

ইউরোপীয় ইউনিয়নকে অংশ গ্রহণমূলক নির্বাচনের আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ-ইইউ চতুর্থ বিজনেস ক্লাইমেট ডায়ালগ শেষে ব্রিফিংয়ে একথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী জানান, সংবিধান অনুযায়ীই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সেই নির্বাচন পরিচালনা করবে এবং রাষ্ট্র পরিচালনায় থাকবে বর্তমান সরকার। সবদলের অংশ গ্রহণমূলক নির্বাচন বর্তমান সরকার চায় বলেও ইউরোপিয় ইউনিয়নকে জানান বাণিজ্যমন্ত্রী।

বৈঠকে ইইউ দেশগুলোকে বাংলাদেশে বিনিয়োগে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন মন্ত্রী। সেই সঙ্গে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হওয়ার পরেও জিএসপি সুবিধা অব্যাহত রাখারও আহবান জানান।