আ.লীগের মনোনয়ন কার্যক্রম শুরু, প্রথমেই কিনলেন শেখ হাসিনার পক্ষে

আ.লীগের মনোনয়ন কার্যক্রম শুরু, প্রথমেই কিনলেন শেখ হাসিনার পক্ষে

শেয়ার করুন

safe_image.php
নিজস্ব প্রতিবেদক :

শুরু হলো আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি। দলীয় প্রধান শেখ হাসিনার পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। আজ মনোনয়ন বিক্রি হয়েছে ১৩শ’র বেশি।

শুক্রবার সকাল ১০টা থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ। ঠিক দশটায় দলের সাধারণ সম্পাদক গোপালগঞ্জের নেতাদের সঙ্গে নিয়ে দলীয় সভাপতি শেখ হাসিনার পক্ষে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

শেখ হাসিনার পর জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন হুইপ আতিকুর রহমান। এছাড়াও প্রথম দিনে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে মনোয়নপত্র সংগ্রহ করেছেন, সাজেদা চৌধুরী, সৈয়দ আশরাফুল ইসলাম, মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন নেতা। ফরমের মূল্য ধরা হয়েছে ৩০ হাজার টাকা। পুরনোদের পাশাপশি প্রথম দিনে বিপুল সংখ্যক তরুন প্রার্থীও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

আগামী ১১ নভেম্বর রোববার বিকেলে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় মনোনয়ন ফরম বিক্রির শেষ তারিখ ঠিক করবেন দলের শীর্ষ নেতারা।