আসন্ন নির্বাচনে সাংবিধানিক সরকারের অধীনে অংশ নিবে জাতীয় পার্টি

আসন্ন নির্বাচনে সাংবিধানিক সরকারের অধীনে অংশ নিবে জাতীয় পার্টি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

দেশে ছাইচাপা আগুন জ্বলছে বলে মনে করেন জাতীয় পার্টির চেযারম্যা্ন হুসেইন মুহম্মদ এরশাদ। আসন্ন জাতীয় নির্বাচনে সাংবিধানিক সরকারের অধীনে  অংশ নিয়ে সরকার গঠনেরও বিষয়েও আশাবাদী তিনি। এদিকে দলীয় নেতাকর্মীদের উদ্ধুদ্ধ করতে দলটির যৌথ সভায় ইসলামী গজলের মত ভিন্ন ধর্মী পরিবেশনাও ছিল দলের প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদের।

জাতীয় পার্টির যৌথ সভা।শনিবার কেন্দ্রীয় কার্যনিবার্হী কমিটির সভা শুরু হয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের আসন গ্রহণের পর। কিন্তু আসন সংকুলান নিয়ে তখনও চলছিল দলীয় নেতাকর্মীদের বাকবিতন্ডা।

মহাসচিবের স্বাগত বক্তব্যের পরই নিজেদের দলীয় অবস্থানে বক্তব্য নিয়ে আসেন তৃণমুল নেতারা। দলীয় প্রধানকে সন্তুষ্ট করতে বিভিন্ন বক্তব্য দিলেও অনেকের কথায় ওঠে আসে খানিকটা হতাশা।

এরমধ্যেই সভায় উপস্থিত হন দলের প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ।বক্তব্যের শেষে তুণমুলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দলীয় সংগীত গেয়ে শোনান তিনি। তবে কেবল ভোট নয় নির্বাচনে জিততে পূন্যও প্রয়োজন তাই সবাইকে ইসলামী গজল গাওয়ারও অনুরোধ করেন রওশন এরশাদ।

এদিকে পার্টি চেযারম্যান আসনে থাকা অবস্থায় গণমাধ্যম কর্মীদের সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন দলীয় নেতাকর্মীরা।অবশ্য তাৎক্ষণিক মঞ্চ থেকে দু:খ প্রকাশ করেন দলের মহাসচিব।পরে নির্বাচনী প্রস্তুতি নিয়ে ৩ মাসের কর্মসূচীও ঘোষণা করেন তিনি।

তবে ততক্ষণে বিদায় নিয়েছেন রওশন এরশাদ। পরে সভাপতির বক্তব্যে সাংবিধানিক সরকারের অধীনে নির্বাচনের কথা তুলে ধরেন এরশাদ। তবে দুই প্রধান রাজনৈতিক দল একে অন্যের কাছে নিরাপদ না হলেও জাতীয় পার্টির কাছে সবাই নিরাপদ বলেও উল্লেখ করেন তিনি।