‘আন্দোলনের ভয়ে সমাবেশের অনুমতি দিচ্ছে না সরকার’

‘আন্দোলনের ভয়ে সমাবেশের অনুমতি দিচ্ছে না সরকার’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

লক্ষ লক্ষ মানুষ আবারও শৃঙ্খলমুক্তির আন্দোলনে নামার ভয় থেকেই বিএনপিকে ৭ নভেম্বর সমাবেশের অনুমতি দেওয়া হচ্ছে না।

সোমবার এ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুলবিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সুপ্রিম কোর্ট বার মিলনায়তনের অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, ইতিহাসে নেতিবাচক ভূমিকা রাখা অনেকেই আজ মন্ত্রীত্ব টেকাতে গণতন্ত্রের কথা বলে। জিয়াউর রহমানকে খলনায়ক প্রমাণ করতে চায়।

বিএনপি মহাসচিব বলেন, জিয়াকে মানলে তাদের রাজনীতি থাকে না বলেই জিয়ার অবদানকে অস্বীকার করে।

৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে দেশ ও গণতন্ত্রের কল্যাণে এগিয়ে আসার আহবান জানান বিএনপি মহাসচিব।