অসুস্থ থাকায় খালেদা জিয়াকে আদালতে হাজির করা হয় নি

অসুস্থ থাকায় খালেদা জিয়াকে আদালতে হাজির করা হয় নি

শেয়ার করুন

150618082327_bangla_bd_khaleda_zia_bnp_640x360_bbc_nocreditনিজস্ব প্রতিবেদক :

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ থাকায় নাইকো দুর্নীতি মামলায় আদালতে হাজির হতে পারেননি। এ মামলায় অভিযোগ গঠনের শুনানি আগামী ২৬ জুন ধার্য করেছেন আদালত।

আজ রাজধানীর বকশী বাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার বিশেষ আদালত-৯ এর বিচারক মাহমুদুল হাসান খালেদা জিয়ার পক্ষে করা সময়ের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। মামলার অন্য দুই আসামি অসুস্থ থাকার বিষয়টি আদালতকে জানান তাদের আইনজীবীরা।

২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার আমলে খালেদা জিয়ার বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়। পরের বছর খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দেয় দুদক। মামলার অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডীয় কোম্পানি নাইকোর হাতে তুলে দেওয়ার মাধ্যমে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করেন।