সাভার প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের রোগ মুক্তি কামনা করে সাভারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সাভারের হেমায়েতপুরে সাভার উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মঞ্জুরুল আলম রাজীব এর উদ্যোগে নিজ বাসভবনে এ দোয়া মাহফিল এর আয়োজন করেন।
দোয়া মাহফিলে এসময় সাভার উপজেলা আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষ অংশ গ্রহন করেন।
দোয়া মাহফিলে এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর,ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা ও সাভার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছির আহমেদ